এসএসসি নিয়োগ সংক্রান্ত অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সব নির্দেশ খারিজ করা হোক । কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এমনই আর্জি জানালেন চাকরিহারাদের একাংশ । তাঁদের দাবি, বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশগুলি দিয়েছিলেন, তার কোনও গ্রহণযোগ্যতা নেই । উল্লেখ্য, বিচারপতির পদে ইস্তফা ও বিজেপিতে যোগদানের ঘোষণার পর থেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিরপেক্ষ বিচার নিয়ে প্রশ্ন উঠেছে । এরই মধ্যে তাঁর সব নির্দেশ খারিজের আবেদন জানানো হল হাইকোর্টে ।
জানা গিয়েছে, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন চাকরিহারাদের একাংশ । আর তাঁদের হয়ে হাইকোর্টে সওয়াল করতে পারেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চাকরিহারাদের দাবি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার বা নির্দেশগুলি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট । অভিযোগ, বিচারপতি থাকাকালীন তিনি নিরপেক্ষ বিচার করতে পারেননি ।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ৭ মার্চ তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন । বিজেপি তাঁকে টিকিট দিলে লোকসভা ভোটে প্রার্থী হবেন । তিনি দাবি করেন, বিজেপি একমাত্র দল যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারে। তাঁর গেরুয়া শিবিরে যোগদানের পিছনে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, গত সাতদিন এই ব্যাপারে তাঁদের আলোচনা হয়েছে। এদিকে, এই মন্তব্যের পর থেকেই তাঁর নিরপেক্ষ বিচার নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল ।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,একটা বিষয় স্পষ্ট বিচারপতি থাকার সময়েই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছেন। কারণ, প্রাক্তন বিচারপতি নিজেই জানিয়েছেন, তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন। বিজেপিও তাঁর সঙ্গে যোগাযোগ করেছে।