বিচারব্যবস্থা থেকে সরে রাজনীতিতে এসেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । শনিবার, শিলিগুড়িতে মোদীর সভা থেকেই কার্যত শুরু হতে চলেছে তাঁর রাজনৈতিক সফর । এদিন মোদীর সঙ্গেই মঞ্চে দেখা যেতে পারে অভিজিৎকে । শনিবার সকালেই উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেন তিনি । ইতিমধ্যেই শিলিগুড়ি পৌঁছে গিয়েছেন বলে খবর ।
শিলিগুড়িতে প্রধানমন্ত্রী সভাকে নিয়ে উত্তেজিত অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তিনি জানিয়েছেন, এই প্রথমবার প্রধানমন্ত্রীকে সামনাসামনি দেখবেন । তিনি অভিভূত, শিহরিত । মোদীর সঙ্গে কথা বলারও চেষ্টা করবেন বলে জানিয়েছেন । এদিন, শিলিগুড়ির সভায় তিনি প্রথম রাজনৈতিক বক্তৃতাও দিতে পারেন ।
৭ মার্চ বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ। গেরুয়া শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, 'আজ আমি একেবারে একটা নতুন জগৎে পা দিলাম । আমি সর্বভারতীয় দলে যোগ দিলাম। এমন একটি দল যার মাথায় নরেন্দ্র মোদী-অমিত শাহরা রয়েছেন। আমি দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসাবে কাজ করতে চাই। দল থেকে যে দায়িত্ব দেওয়া হোক, যথাযথ ভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ । সর্বভারতীয় দলের হাত ধরে দুর্নীতিগ্রস্থ সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই শুরু করব ।'