'গলা কেটে দিলেও জয় বাংলা বলব'। একুশের মঞ্চ থেকে গর্জন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । দেড় মাস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনও দলীয় কর্মসূচিতে দেখা যায়নি । ২১-এর মঞ্চে আবারও স্বমহিমায় তৃণমূল সাংসদ । একুশের মঞ্চ থেকে বিজেপিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি । তাঁকে , তাঁর পরিবারকে দিনের পর দিন হেনস্থার অভিযোগ তুলেছেন । কিন্তু অভিষেক স্পষ্ট করে দিয়েছেন, তিনি থামবেন না, লড়াই করে যাবে ন । গলা কেটে দিলেও তৃণমূল কংগ্রেসই করবেন । তাঁরা অন্য ধাতুতে তৈরি ।
বিজেপির বিরুদ্ধে সরব হয়ে এদিন মঞ্চ থেকে অভিষেক বলেন, 'আমরা বারবার বলেছি, আমাদের কোনও দম্ভ, ঔদ্ধত্য, অহংকার নেই । আমাকে যদি মাথা নত করতে হয়, তাহলে মানুষের কাছে করব । বিজেপির স্বৈরাচারী শাসনের কাছে মাথা নত করব না । এত চেষ্টা করেছে । আমাকে, আমার বয়স্ক মা,বাবা, স্ত্রী, ছোট্ট পুত্র, কন্যা সন্তানকেও হেনস্থা করতে ছাড়েনি । আমি বলেছি, গলা কেটে দিলেও জয় বাংলা বলব । গলা কেটে দিলেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলব, আমরা অন্য ধাতুতে তৈরি । তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা । সেই লোহাকে যত পোড়াবে, তাতাবে, সেই লোহা তত বলিষ্ঠ, শক্তিশালী ও তেজি হবে ।
লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই রাজনৈতিক সমাবেশ থেকে সাময়িক বিরতি নেওয়ার কারণও তিনি এদিন জানিয়েছেন । অভিষেক বলেন, '"আমি এই যে এক দেড় মাস কোনও রাজনৈতিক কর্মসূচিতে আপনারা দেখেননি কারণ আমি পর্যালোচনার কাজে ব্যস্ত ছিলাম। আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন।" সেইসঙ্গে দলের কর্মীদের তাঁর বার্তা, তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি। আমাদের কর্মীদের সংযত হতে হবে। কোনও রকম বাগ বিতণ্ডায় জড়াবেন না।সংযত থাকতে হবে ।