ডিসেম্বর মাসে কাঁথি থেকে তাঁর সরকারি ভাবে পঞ্চায়েত প্রচার শুরু করার কথা। তার আগে শুক্রবার নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারেই পঞ্চায়েতে বার্তা দিয়ে দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ফের একবার বুঝিয়ে দিলেন টিকিট দেবে তৃণমূল কংগ্রেস। অন্য কেউ নয়। এদিন আমতলায় একটি বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। সেখানেই অভিষেক জানান, পঞ্চায়েত জিততে হলে, সবাইকে একজোট হয়েই কাজ করতে হবে। এদিন গোষ্ঠী কোন্দলের অভিযোগ ধমক খেলেন বজবজের এক নেতা।
সম্প্রতি চোখের অপারেশন করিয়ে আমেরিকা থেকে কলকাতায় ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন তাঁকে ফের স্বমহিমাতেই পাওয়া গেল। বিজয়া সম্মিলনীর মাধ্যমেই বুথ স্তরে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজ্য়ের প্রায় প্রতিটি কোণে সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে। বাকি ছিল ডায়মন্ড হারবার। শুক্রবার আমতলায় থেকে নেত্রীর নির্দেশ ফের একবার বুথ স্তরের কর্মীদের কাছে পৌঁচ্ছে দিলেন এলাকার সাংসদ।
অভিষেক জানিয়েছেন, পঞ্চায়েতই এখন পাখির চোখ। আর এই লড়াই জিততে চলে দ্বন্দ্ব নয়, সবাইকে একজোট হতে হবে। একইসঙ্গে দলীয় কর্মীদের বাড়তি উদ্যোগ দেখাতেও অনুরোধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। কেমন চলছে 'এক ডাকে অভিষেক' ? এই কর্মসূচির ব্যাপারেও এদিন খোঁজ নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।