Abhishek Banerjee: ছোট্ট শিশুর চোখে অভিনব চশমা, থমকে দাঁড়ালেন অভিষেক, কী বললেন সাংসদ ?

Updated : Nov 12, 2022 08:41
|
Editorji News Desk

আমতলার বিজয়া সম্মিলনীতে মানবিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার আমতলায় তৃণমূল অফিসের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে জনতা ভিড় করেছিল। অনুষ্ঠান শেষে পার্টি অফিস থেকে বেরোনোর পর সময় আচমকাই ভিড়ের মাঝে থমকে যান অভিষেক। দেখেন ভিড়ের প্রথম সারিতে ছোট্ট মেয়ে দাঁড়িয়ে রয়েছে যার চোখের চশমাটা অন্যরকম। বাঁদিকের একটা কাঁচ যেন ঘষা। 

এরপর ব্যারিকেটের কাছে গিয়ে তার মাথায় হাত রাখেন অভিষেক, জিজ্ঞেস করেন, তার চোখে এরকম চশমা কেন? উত্তরে ছোট্ট মেয়েটি জানায় চোখের সমস্যা রয়েছে। অভিষেক তাকে জিজ্ঞেস করেন, তার কোন চোখে সমস্যা রয়েছে। শিশু জানায় ডান চোখে সমস্যা রয়েছে।

কৌতূহলী হয়ে অভিষেক জিজ্ঞেস করেন, ডান চোখের সমস্যা থাকলে বাঁ চোখের চশমাটা কেন ঘষা? ছোট্ট মেয়ে জানায়, ডাক্তার বলেছেন চশমার বাঁ দিকের কাঁচটি বন্ধ রাখতে। যাতে বাঁদিকের চোখে কিছু না দেখা যায়।

এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একটি চোখ হাত দিয়ে বন্ধ করে জিজ্ঞেস করেন সে অপর চোখ দিয়ে দেখতে পাচ্ছে কি না? মেয়েটি জানায় তাঁর বাঁ চোখ ভাল রয়েছে। সে দেখতে পাচ্ছে। অভিষেক অবাক হয়ে জিজ্ঞেস করেন, চোখে সমস্যা রয়েছে সেই চোখ দিয়ে ডাক্তার দেখতে বলেছে এর যুক্তিটি কি?

বাচ্চাটি এবং তার আত্মীয় জানান, যে চোখে সমস্যা রয়েছে সেই চোখ দিয়েই ডাক্তার দেখতে বলেছেন। অভিষেক কথাটি শুনে বেশ কিছুটা অবাক হয়ে যান। জানতে চান কোথায় চিকিৎসা চলছে? এরপর বাচ্চাটির নাম ফোন নাম্বার নোট করে নিতে বলেন নিজের রক্ষীকে। বাচ্চাটির আত্মীয়কে জানান, সংসদের অফিস থেকে ফোন করা হবে। বাচ্চাটি চিকিৎসারও ব্যবস্থা করা হবে। অভিষেকের এই মানবিক মুখ দেখে স্বাভাবিকভাবেই উপস্থিত সকলেই খুশি হয়ে যান। 

TMCAbhishek BanerjeeDiamond Harbour

Recommended For You

editorji | লোকাল

Royal Bengal Tiger : পাতা ফাঁদে পা না দিয়ে জেলা বদল, ঝাড়গ্রাম থেকে কোথায় গেল বাঘিনী ?

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?