২০২১ সালে বিধানসভা ভোটের আগে রাজ্যে এসে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'দিদি ও দিদি' বলে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুলের সাংসদ পদ বাতিলের প্রসঙ্গ টেনে এবার সেই ইস্যুতে মোদীকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাংলার মুখ্যমন্ত্রীকে 'দিদি' কটাক্ষের জেরে কেন প্রধানমন্ত্রীর সাংসদ পদ খারিজ হবে না, প্রশ্ন অভিষেকের।
এদিন ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ জানান, রাহুল গান্ধীর কথাকে তিনি সমর্থন করেন না। তবে যেভাবে কংগ্রেস সাংসদের সদস্য পদ খারিজ হয়েছে, তাতে বিজেপির গায়ের জোরটাই আরও স্পষ্ট হয়েছে।
আরও পড়ুন- Mamata Banerjee: খারিজ মমতার আবেদন, জাতীয় সঙ্গীত অমর্যাদার মামলা বহাল বোম্বে হাইকোর্টে
জাতীয় রাজনীতিতে কিছুদিন আগেও কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি-বিরোধী জোটের প্রস্তুতি শুরু করেছিল তৃণমূল। কিন্তু রাহুলের সাংসদ পদ খারিজের পর পরিস্থিতি বদলে যায়। সোমবার সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ডাকা বৈঠকে যোগ দেন দুই তৃণমূল সাংসদ জহর সরকার ও প্রসূন বন্দ্যোপাধ্যায়।