বঙ্গ রাজনীতিতে (Bengal Politice) নয়া সংঘাত। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee) বনাম রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। হলদিয়া (Haldia) থেকে যে সংঘাত শুরু, তা সোমবারও অব্যাহত রইল উত্তর ২৪ পরগনার শ্যামনগরে (Shyamnagare)। গত শনিবার হলদিয়ার জনসভায় থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় অভিযোগ করেছিলেন, বিচারপতিদের এক শতাংশ যোগ-সাজশ করে কাজ করছেন। অভিষেকের এই অভিযোগের তীব্র সমালোচনা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। নাম না করেই অভিষেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছিলেন। যার পাল্টা জবাব দিয়েছিলেন তৃণমূল সাংসদও।
এদিনও উত্তর ২৪ পরগনায় অভিষেকের জনসভার আগে ফের একবার টুইট করেন রাজ্যপাল (Governor) জগদীপ ধনখড়। এবার অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশ কমিশনারকে (Kolkata Police commissioner) নির্দেশও দেন। টুইটে রাজ্যপাল লেখেন, 'ডায়মন্ড হারবারের সাংসদ বিচার বিভাগের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে এসএসসি (School Servis Commission) কেলেঙ্কারির প্রসঙ্গে টেনে এনেছেন। যা কোনও ভাবেই উপেক্ষা করা যায় না।' একইসঙ্গে তিনি লেখেন, 'আপনি যেই হোন, আইন সবার থেকে বড়।'
তার পাল্টা হিসাবে ফের মুখ খোলেন তৃণমূল সাংসদ। এদিন তাঁর দাবি, রাজ্যপাল বলেছেন তিনি সীমা পেরিয়েছেন। কিন্তু তিনি কী বলেছেন ? তিনি বলেছিলেন, বিচারব্যবস্থায় ৯৯ শতাংশ ভাল। মাত্র এক শতাংশ সরকারি আধিকারিকের মতো কাজ করছে। তিনি বিচারব্যবস্থা নিয়ে বলতেই, রাজ্যপাল জবাব দিতে শুরু করেছেন। অভিষেকের দাবি, ঢিল তাহলে ঠিক জায়গাতেই পড়ছে।
উল্লেখ এদিনই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট।