SSC নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন বিজেপি প্রার্থী । তাঁর দাবি, 'মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী । সকলের উচিত মমতাকে বয়কট করা ।' উল্লেখ্য, সোমবার ২০১৬ সালের স্কুল সার্ভিসের প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । আদালতের এই নির্দেশের ফলে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর ।
হাইকোর্টের রায় সামনে আসতেই প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এসএসসি মামলায় প্রথম থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের । বিচারপতি থাকাকালীন তাঁর নির্দেশে বেশ কিছু চাকরি বাতিল হয় । সোমবারের রায়ের পর অভিজিৎ মুখ্যমন্ত্রীকে 'মিথ্যাচারী' বলেছেন । অভিজিতের কথায়, 'এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছিলাম । তিনিই মাস্টারমাইন্ড ।' তিনি আরও বলেন, 'যাঁরা যোগ্য প্রার্থী তাঁদের বঞ্চিত করা হয়েছে। তাঁদের ঠকিয়েছেন এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী । বঞ্চিতদের মধ্যে হিন্দু, মুসলমান সকলে আছেন। সকলের উচিত, মমতাকে বয়কট করা।'
নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
সোমবার হাইকোর্টের রায়
বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ২০১৬ সালের পুরো প্যানেলই বেআইনি। যাদের চাকরি গিয়েছে, তাঁদের সুদ সমেত একদিনের বেতন ফেরত দিতে হবে। সুদের হার এখানে ১২ শতাংশ। একই সঙ্গে নির্দেশে, রাজ্যকে ১৫ দিনের মধ্যে নতুন নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রকাশ করতে বলা হয়েছে OMR শিটও।