শীঘ্রই শিয়ালদহ স্টেশন থেকে চলবে AC লোকাল ট্রেন। পূর্ব রেল সূত্রে এই খবর জানা গিয়েছে। রেল বোর্ডের তরফে মোট ৭টি AC ট্রেনের অনুমোদন দেওয়া হয়েছে। তার মধ্যে ২টি পাবে পূর্ব রেলওয়ে, ৪টি ওয়েস্টার্ন রেলওয়ে এবং একটি সাদার্ন রেলওয়ের। সংবাদ প্রতিদিন ডিজিট্যালে এই খবর প্রকাশিত হয়েছে।
কয়েকদিন আগেই পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছিল, মাতৃভূমি লোকালে একটি কোচ প্রথম শ্রেণির করা হবে। এবং তা হবে শীতাতপ নিয়ন্ত্রিত। অনেকেই মনে করছেন নতুন বছরেই সেই পরিষেবা শুরু করে দেওয়া হতে পারে।
তবে AC লোকাল ট্রেনে ভাড়া অনেকটাই বেশি হবে বলে মনে করছেন নিত্যযাত্রীরা। এদিকে সাধারণ টিকিটে কেউ ভুল করে ওই ট্রেনে উঠে পড়লে অনেক টাকা জরিমানা দিতে হতে পারে। এই আশঙ্কাও রয়েছে অনেকের মনে।