কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হয়েছে বর্ধমান হাসপাতালের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে। কিন্তু সেখানে পৌঁছতেই বিরূপাক্ষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, RG কর কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন বিরূপাক্ষ বিশ্বাস। সেই কারণে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ওই চিকিৎসকের বদলি মেনে নেবেন না তাঁরা।
অন্যদিকে বিরূপাক্ষের বদলির বিরোধিতা করে CMOH এর দফতরে বিক্ষোভে সামিল হয়েছেন ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে CMOH অফিসের গেটের সামনে বিক্ষোভ দেখান তাঁরা।
জুনিয়র ডাক্তারদের অভিযোগ, বর্ধমান মেডিক্যাল কলেজ সহ একাধিক সরকারি হাসপাতালে থ্রেট কালচার শুরু করেছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। এরসঙ্গে অনেকেই জানিয়েছেন, বিরূপাক্ষের বদলির অর্ডার এসেছিল ২০২৩ সালে। কিন্তু এতদিন নিজের প্রভাব খাটিয়ে ওই অর্ডার আটকে রেখেছিলেন।
RG কর কাণ্ডের পর একাধিক অডিয়ো ভাইরাল হয়। তারমধ্যে একটি অডিয়োতে বিরূপাক্ষের স্বর শুনতে পাওয়া গিয়েছিল। অভিযোগ, সেই অডিয়োতে হুমকি দিতে শোনা গিয়েছিল ওই চিকিৎসককে। পাশাপাশি একাধিক ভিডিয়োতেও দেখা গিয়েছিল বিরূপাক্ষকে। কিন্তু তারপরেই মঙ্গলবার তাঁকে বদলি করে দেওয়া হয়।