গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার (Arjun Chourasia) । এমনই তথ্য উঠে এল বিজেপি (BJP) যুব নেতার ময়নাতদন্তের রিপোর্টে । মঙ্গলবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিজেপি যুবনেতার ময়নাতদন্তের রিপোর্ট পেশ করেছে আলিপুর ইস্টার্ন কম্যান্ড হাসপাতাল (Alipore Eastern Command Hospital ) । ময়নাতদন্তের রিপোর্ট-সহ (Arjun Chourasia's Post mortem Report) অন্যান্য নমুনা, নথি ও তথ্য রাজ্যের তদন্তকারীদের হস্তান্তরের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।
ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে, গলায় ফাঁস লেগে ঝোলার কারণেই মৃত্যু হয়েছে অর্জুনের । ঝোলার আগে পর্যন্ত তাঁর দেহে প্রাণ ছিল । বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার অস্বাভাবিক মৃত্যুতে হাইকোর্টে মামলা করেন এক আইনজীবী । হাইকোর্ট আলিপুরের কমান্ড হাসপাতালে অর্জুনের ময়নাতদন্তের নির্দেশ দেয় । নির্দেশ অনুযায়ী শনিবারেই আলিপুরের কমান্ড হাসপাতালে কড়া নিরাপত্তার মধ্যে চার ঘণ্টা ধরে অর্জুনের দেহের ময়না-তদন্ত হয় । চারটে ভিডিয়ো ক্যামেরার মাধ্যমে ময়না-তদন্তের প্রতিটি ধাপের রেকর্ডিং করা হয়েছে । মঙ্গলবার মুখবন্ধ খামে ময়না-তদন্তের রিপোর্ট এবং পেনড্রাইভের মাধ্যমে ময়না-তদন্তের ভিডিয়ো রেকর্ডিং হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পেশ করা হয় ।
শুক্রবার সকালে কাশীপুর রেল কলোনির পরিত্যক্ত আবাসন থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার দেহ(BJP Activist Death)। শাসকদল তৃণমূলের(TMC) হাতে ছেলের খুনের অভিযোগ তুলেছিল মৃত বিজেপি কর্মীর মা। সিবিআই তদন্তের দাবি জানায় তাঁর মা ।রাজনৈতিক হিংসা থেকেই অর্জুনকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন অমিত শাহ ।