এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি আলিপুরদুয়ার আদালতের। ২০০৯ সালে একটি সোনার দোকানে চুরির মামলায় নাম জড়ায় নিশীথের। সেই মামলাতেই প্রায় ১৩ বছর পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নামে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যদিও বিজেপির দাবি, আইন আইনের পথেই চলবে।
জানা গিয়েছে, ২০০৮-০৯ সালে একটি মামলায় নিশীথ প্রামাণিক জামিন নেন। পরবর্তীতে সেই মামলা চলতে থাকে। মামলা চলাকালীন নিশীথ বিজেপির সাংসদ হিসেবে শপথ নেন। পরবর্তীতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এর মধ্যেই জানা যায়, জনপ্রতিনিধিদের সমস্ত মামলা বারাসত আদালতে নির্ধারিত করা রয়েছে। পরবর্তীতে সেই মামলা ফের বারাসত থেকে আলিপুরদুয়ার আদালতে আসে।
নিশীথের আইনজীবী জানান, ১১ তারিখ মামলাটির প্রথম হাজিরার দিন ছিল। তাঁরা আদালতে গিয়ে নিশীথের নামে অ্যাবসেন্ট পিটিশন জমা দেন। কিন্তু বিচারক সেখানে ছিলেন না বলেই মত ওই আইনজীবীর। পরবর্তীতে তাঁরা জানতে পারেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাবসেন্ট পিটিশন রিজেক্ট করে ওয়ারেন্ট ইস্যু করেছেন। এর পরবর্তী ধাপ তাঁরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বললে জানান নিশীথের আইনজীবী।