বামপন্থীদের (Left Front) সমর্থনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির (Trade Unions) ডাকে সকাল থেকে শুরু হয়েছে বিক্ষিপ্ত অশান্তি। বিভিন্ন জায়গায় রেল এবং রাস্তা অবরোধ করেছেন ধর্মঘট সমর্থকেরা। যাদবপুরে রেল অবরোধের জেরে আটকে পড়ে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন। শিয়ালদহ মেন এবং হাওড়া কর্ড লাইনেও একাধিক জায়গায় রেল অবরোধ করেন ধর্মঘট সমর্থকরা।
হাওড়া খড়গপুর শাখায় কুলগাছিয়া রেল অবরোধ করেন সিপিআইএম (CPIM) কর্মী সমর্থকরা। হলদিয়া লোকাল থামাতে গেলে এক বনধ সমর্থক কারীকে ধাক্কা লাগে লাগে। রেললাইনের ধারে পড়ে যায় বনধ সমর্থককারী।
আরও পড়ুন: All India Strike: দেশজুড়ে বনধের ডাক, সকাল থেকেই বিক্ষোভ, বিক্ষিপ্ত অশান্তি
ধর্মঘটের সমর্থনে কলকাতার বিভিন্ন ক্যাম্পাসের সামনে অবরোধ করেন বাম ছাত্র সংগঠনের কর্মীরা। প্রেসিডেন্সি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। সল্টলেকেও করুণাময়ী মোড়ে পথ অবরোধ করা হয়।