বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি বিতর্কে এবার মুখ খুললেন নোবেল জয়ী অমর্ত্য সেন৷ বিশ্বভারতীর তরফে অমর্ত্য সেনকে চিঠি দিয়ে জানানো হয়েছিল, মাপজোক করে দেখা গিয়েছে বিশ্বভারতীর খানিকটা জমি দখল করে রেখেছেন অমর্ত্য বাবু। অবিলম্বে জমি ফেরত চেয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিশানা করেছিলেন অমর্ত্য বাবুকে।
বৃহস্পতিবার এ নিয়ে প্রতিক্রিয়া দিলেন অর্থনীতিবিদ। তাঁর কথায়, ‘‘কেউ যদি আপনার বাড়িতে এসে বলে এটা আমার জমি... আমিও ভাইস চান্সেলরের বাড়িতে যেতে পারতাম। বলতাম, এই ঘরে আমার পিতামহ থাকতেন। এই জায়গা আমার পরিচিত। এখানে কিছু লোক এনে আমি (জমি) মাপতে চাই, কার কতটা অংশ।’’
উপাচার্যের প্রসঙ্গে অমর্ত্য বলেন, ‘‘আমি বিমর্ষ হয়ে পড়ছি, লোকটার চিন্তা-ভাবনা দেখে।। এখানে অবিচার হচ্ছে, কর্তৃপক্ষ কেন ভাবছেন না?’’ উল্লেখ্য দীর্ঘদিন থেকেই অমর্ত্য বাবুর জমি নিয়ে আইনি জটিলতা চলছে। বিশ্বভারতীও নিজের অবস্থান থেকে সরতে নারাজ। অমর্ত্য বাবুর কথায় ওই জমি তাঁর বাবার কেনা।