আনিস খান (Anish Khan) হত্যা মামলায় ধৃত দুই পুলিশকর্মীর টিআই প্যারেডের পর বিস্ফোরক দাবি করলেন আনিসের বাবা। সালেম খান জানান, ঘটনার দিন যে ব্যক্তি উর্দি পরে এসে তাঁর বুকে বন্দুক ঠেকিয়েছিল, সে এখানে নেই।
শুক্রবার প্রায় আড়াই ঘণ্টা ধরে উলুবেড়িয়া (Ukuberia) জেলে চলে টিআই প্যারেড (TI Parade) পর্ব। যেখানে আদালতের নির্দেশ মতোই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আনিস খানের মোবাইল হস্তান্তর করা হয়। মৃত্যুর পর ছাদ থেকে উদ্ধার হওয়া মোবাইল পুলিশকে দেওয়ার পক্ষপাতী না হলেও আদালতের নির্দেশের পর দুই সিম সমেত আনিসের ফোন হস্তান্তর করা হয় তাঁর পরিবারের পক্ষ থেকে।
আনিস খানের মৃত্যুর (Anish Khan Death Update) জেরে ইতিমধ্যে হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে বাকিদেরও চিহ্নিতকরণ প্রক্রিয়া বা টিআই প্যারেড হয় এদিন। কিন্তু সেখানে কাউকে চিনতে পারেননি বলেই দাবি করেন আনিস খানের বাবা সালেম খান। এর ফলে আরও জটিল হল আনিসের মৃত্যু রহস্য।