বাইক দুর্ঘটনায় মৃত্যু মির্জার অভিনেতার। শনিবার দুর্ঘটনাটি ঘটে সোনারপুরের আড়াপাঁচে।পরিবার সূত্রে খবর, শনিবার মামারবাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন আজাদ শেখ নামের ওই অভিনেতা। দুদিন পর পরিবারের সকলের যাওয়ার কথা ছিল, কিন্তু আজাদ আগেই রওনা দেন। ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে সোনারপুর থানার পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।
সম্প্রতি, অঙ্কুশ হাজরার সিনেমা মির্জায় অভিনয় করেছিলেন আজাদ। স্থানীয় সূত্রে খবর, বাইক নিয়ে একটি মালবাহী গাড়িতে ধাক্কা মারে অভিনেতার বাইক। তাঁর গতি অত্যন্ত বেশি ছিল বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।