মামলা লড়ার খরচ জোগাড় করতে ছয় সপ্তাহের জন্য জামিন চাইলেন অনুব্রত মণ্ডলের কন্য়া সুকন্যা মণ্ডল। ১০ জুলাই এই মামলার শুনানি রয়েছে। পাশাপাশি সুকন্যার এই আর্জির ভিত্তিতে ইডির বক্তব্য জানতে চেয়েছেন বিচারক রঘুবীর সিং।
আদালতের কাছে সুকন্যার আর্জি, মামলা লড়ার জন্য প্রয়োজনীয় অর্থ নেই। এমনকি, বাড়িতেও টাকা জোগাড় করার মতো কেউ নেই। তাঁর বক্তব্য ছয় সপ্তাহের জন্য জামিন পেলে তিনি আইনজীবীদের ফি দেওয়ার অর্থ জোগাড় করতে পারবেন।
এই প্রথম নয়, এর আগেও জামিনের আর্জি জানিয়েছিলেন সুকন্যা মণ্ডল। তখন প্রভাবশালী তত্ত্বে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। ইডির অভিযোগ, গরু পাচারের ঘটনার সঙ্গে তিনি কোনওভাবে জড়িত ছিলেন না বলে বারবার দাবি করলেও কালো টাকা সাদা করার কাজ দেখভাল করতেন তিনি। পাশাপাশি খাতায় কলমে তিনি স্কুল শিক্ষকা হলেও তাঁর নামে কোটি কোটি টাকা সম্পত্তির হদিশ মিলেছে।
এদিকে আদালতে সুকন্যা জানিয়েছেন, তিনি এখন আইনজীবীদের ফি জোগাড় করতে পারছেন না। এবং পরিচিত ও আত্মীয়দের থেকেও টাকা চাইতে পারছেন না। সেকারণে ৬ সপ্তাহের জন্য জামিনের আবেদন করেছেন।