অনুব্রত মণ্ডলকে মঙ্গলবারই দিল্লি নিয়ে যাবে ইডি। সন্ধে ৬টা ৪৫ মিনিটের বিমানে এই তৃণমূল নেতাকে নিয়ে দিল্লি রওনা দেবে ইডি। বিমানে কেষ্টর সিট নম্বর ১১ডি বলেই খবর। বিমানে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির সঙ্গে থাকবেন ইডির তিন আধিকারিক। বিমানে থাকবেন একজন চিকিৎসকও। অর্থাৎ কোনওভাবেই কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন কলকাতা বিমানবন্দরে এসে ইনহেলার বের করে টানতেও দেখা যায় বীরভূমের কেষ্টকে। টানা পথশ্রমের জেরে তিনি সম্ভবত হাঁফিয়ে উঠেছিলেন বলেই ধারণা চিকিৎসকদের।
অন্যদিকে, দিল্লিতে নিয়ে যাওয়ার পর ফের অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হবে বলেই খবর। আরএমএল অথবা সফদরজং হাসপাতালে পরীক্ষা হতে পারে তাঁর। এরপর রাত আটটা নাগাদ রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারকের বাড়িতে হাজির করানো হতে পারে অনুব্রত মণ্ডলকে।
আরও পড়ুন- Rahul-Priyanka: আবারও কাছাকাছি রাহুল-প্রিয়াঙ্কা! সহজকে সঙ্গে নিয়ে রং খেললেন তারকা যুগল