আবাস দুর্নীতি কাণ্ডে জায়গায় জায়গায় বিক্ষোভ-প্রতিবাদে নামছেন সাধারণ মানুষ। একাধিক জায়গায় আশাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এর মধ্যেই এবার নিরাপত্তা চেয়ে বিক্ষোভ মিছিল করলেন সংগঠিত আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। বৃহস্পতিবার পুরুলিয়া শহরের জুবিলি ময়দানে জমায়েতের ডাক দেন তাঁরা। সেখান থেকেই মিছিল করে পুরুলিয়া জেলাশাসকের দফতরের সামনে পৌঁছে অবস্থান কর্মসূচি পালন করেন আশাকর্মীরা। পরে সংগঠনের পক্ষ থেকে জেলাশাসককে স্মারকলিপি দেওয়া হয়।
সম্প্রতি আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে হেনস্থার রাজ্যের বিভিন্ন প্রান্তে হেনস্থার শিকার হন আশাকর্মীরা। অপমান, গালিগালাজ, এমনকি, প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয় বলেও অভিযোগ। উল্লেখ্য, এই হেনস্থার মুখে পড়ে অপমানে বারাসাতে অঙ্গনওয়াড়ি কর্মী আত্মহত্যা করে বলেও খবর। এবার এই প্রেক্ষিতেই নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করেতেই তাঁদের এই স্মারকলিপি বলেও জানান আশাকর্মীরা।
আরও পড়ুন- SSC Candidates: শুরু নিয়োগ প্রক্রিয়া, ৬৫ জনকে চাকরির সুপারিশপত্র দিতে ডেকে পাঠাল কমিশন
আবাস যোজনার তালিকায় নাম থাকা ব্যক্তি বাড়ি পাওয়ার যোগ্য কি না- প্রশাসনের পক্ষ থেকে তা সমীক্ষা করার দ্বায়িত্ব দেওয়া হয়েছিল আশা, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ও ভিলেজ পুলিশকে। কিন্তু সমীক্ষা করতে গিয়ে সমস্যায় পড়েছেন জেলার অনেক আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী। গ্রামে গিয়ে সমীক্ষা করার সময়ে তাঁদের প্রাণনাশের হুমকিও শুনতে হচ্ছে বলে অভিযোগ।