ঠাকুরনগর(Thakur Nagar) ফেরত মতুয়া পুণ্যার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৪। শুক্রবার অভিযুক্তদের গ্রেফতার করে বারাসত থানার পুলিশ(Barasat Police Station)।
পুণ্যার্থীদের অভিযোগ, প্রায় ৩০ জন দুষ্কৃতী বাস আটকে হামলা(Attack on Matua devotees) চালায়। পুণ্যার্থীদের মারধর করে, ভাঙচুর করে বাস। আহতরা সোনারপুরের(Sonarpur) একটি নার্সিংহোমে ভর্তি। তাঁদের মধ্যে সুমন হালদার নামে এক পুণ্যার্থীর আঘাত গুরুতর বলে জানা গেছে। এরপর বারাসাত থানায়(Barasat Police Station) অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ সূত্রে খবর, পুণ্যার্থীদের বাসের সঙ্গে একটি গাড়ির ধাক্কা(Collision) লাগে। তখনই দু’পক্ষের মধ্যে বচসা হয়। তারপর সেই গাড়ির কয়েকজন আরোহী মতুয়া পুণ্যার্থীদের উপর হামলা(Attack on Matua devotees) চালায়।
এর প্রতিবাদে শুক্রবার হাবড়া স্টেশনে(Habra Station) রেল অবরোধ করেন মতুয়া ভক্তরা। বিক্ষোভ(Matua Agitation) দেখানো হয় কাজিপাড়া এলাকাতেও। হামলার ঘটনার নিন্দা করে প্রতিরোধের ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর(BJP MP Santanu Thakur)।