নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে বুধবার ১২ ঘণ্টা বনধ ডেকেছিল বিজেপি । বনধ সফল করতে সকাল থেকেই রাস্তায় নেমেছিলেন বিজেপি নেতা-কর্মীরা । বেশ কয়েক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ ওঠে । এরই মধ্যে বনধের দিনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যাকে ঘিরে তোলপাড় নেটপাড়া । এমনকী, ভিডিওটি কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চলছে জোরদার আলোচনা ।
ভিডিওতে কী রয়েছে ?
বনধের দিন বেশিরভাগ জায়গায় দোকানপাট বন্ধ ছিল । তবে, প্রশাসনের আশ্বাস পেয়ে দোকান খুলেছিলেন হেলমেট ব্যবসায়ী । কিন্তু, দোকান খোলার জন্য সামান্য অশান্তির আশঙ্কা করেছিলেন । কিন্তু, এমনটা যে ঘটবে ধারণাই করতে পারেননি । নেটমাধ্যমে ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দোকান খোলার পরই একটি বাইক এসে দাঁড়ায় । বাইক আরোহীদের হাতে পদ্ম-পতাকা । সেই সময় তাঁরা দোকানিকে অনুরোধ করেন দোকান বন্ধ করে দেওয়ার জন্য । দোকানিকেও তাঁদের আশ্বাস দিতে দেখা যায় । এরপরই হঠাৎ পদ্ম পতাকা হাতে নিয়ে দোকানে ঢুকে পড়েন কয়েকজন ব্যক্তি । শুরু হয় হেলমেট লুটপাট । ভিডিওতে দেখা যায়, দোকান থেকে একের পর এক হেলমেট তুলে নিচ্ছিলেন বিজেপির কর্মী-সমর্থকেরা । দোকানি বারবার অনুরোধ করলেও তাঁরা শোনেননি । যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা ।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর বাসস্ট্যান্ডের এলআইসি অফিসের সামনে । জানা গিয়েছে, এলআইসি অফিসের ঠিক উল্টো দিকে হেলমেটের দোকান । ওই দোকানের মালিক হলেন সনজিৎ মণ্ডল । তাঁর অভিযোগ, বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি শাখারভ সরকারই দলের কর্মীদের হাতে হেলমেট তুলে দিচ্ছিল । তবে, সনজিৎ জানিয়েছেন, কোনও হেলমেট চুরি যায়নি । যেগুলো তুলে নেওয়া হয়েছিল, সেই হেলমেটগুলিও ফেরৎ পেয়েছেন । উল্লেখ্য, আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখারভ সরকারকে আটক করেছিল পুলিশ । পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় ।