আলিপুর আবহাওয়া দফতর বলছে, বুধবার সকালে মূলত মেঘলা আকাশ থাকলেও। বেলা বাড়তেই বাড়বে রোদের দাপট। দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ধরে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বুধবার মুর্শিদাবাদ, নদিয়ায় কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকায় আপাতত ভ্যাপসা গরম থেকে রেহাই মিলছে না দক্ষিণ বঙ্গবাসীর।
আন্দামানের কাছে তৈরি হওয়া নিম্নচাপের ফলে গুমোট আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গে।