নভেম্বরের মাঝামাঝি থেকেই বাংলায় হালকা শীতের আমেজ পড়ে গিয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই জাঁকিয়ে শীত (Winter) পড়তে চলেছে কলকাতা (kolkata)-সহ গোটা রাজ্যে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচদিন আকাশ পরিষ্কার থাকাবে।
বাধাহীনভাবে উত্তর পশ্চিমের ঠান্ডা বাতাস প্রবেশ করছে রাজ্যে। তাই শীতের আমেজ জারি থাকবে। উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটা কমবে। তবে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ২ থেকে ৩ ডিগ্রি নিচে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
Prabhas-Kriti Sanon: 'আদি পুরুষ'কেই মন দিয়েছেন কৃতি স্যানন, ফাঁস করলেন বরুণ ধাওয়ান
আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না।