বাঁকুড়ার প্রাথমিক স্কুলে পড়ুয়াদের ক্লাস সিভিক ভলান্টিয়ারদের। বিতর্কের মাঝেই এবার বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল বাঁকুড়া জেলা পুলিশ। বাঁকুড়া পুলিশ জানিয়েছে, কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগকে নিয়মিত ক্লাসে প্রতিস্তাপনের চেষ্টা করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বিকৃত, ও ভুল তথ্য। বিদ্যালয়ের ক্লাসের পাশাপাশি এটি সাপ্লিমেন্টারি ক্লাস। এই ক্লাসে যোগদান শিশুদের ইচ্ছের উপর নির্ভর করবে।
সিভিক ভলান্টিয়াররা ক্লাস নেবেন, এই নিয়ে শুক্রবারই তোপ দেগেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুভাষ সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, এই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে পুলিশের তরফে এই ক্লাস নিয়ে এবার স্পষ্ট বিবৃতি দেওয়া হয়েছে। জানানো হয়েছে, স্কুলের ক্লাসের সঙ্গে এই ক্লাসের কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন - মন্ত্রী ছিলেন,নিয়োগকর্তা নয়, নিয়োগ দুর্নীতি নিয়ে দায় এড়ালেন পার্থ চট্টোপাধ্যায়