২৪ ঘন্টার মধ্যে একই রকম দুর্ঘটনা বাঁকুড়ায় (Bankura)। ফের মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল একজনের। রবিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা ব্লকের হাঁসাপাহাড়ি গ্রামে। মৃতা ওই বৃদ্ধার নাম পুরবী হাঁসদা। বয়স ৬২ বছর।
স্থানীয় সূত্রের খবর, ৬২ বছর বয়সি ওই বৃদ্ধা কাঁচা ঘরে বসবাস করতেন। দিন কয়েকের বৃষ্টিতে পাঁচিলের মাটি ভিজে নরম হয়ে গিয়েছিল। শনিবার রাতে ওই বৃদ্ধা ঘুমচ্ছিলেন। সেই সময়ে দেওয়াল ভেঙে চাপা পড়ে তাঁর গায়ে। বৃষ্টির কারণে কেউ কিছু বুঝতে পারেননি।
আরও পড়ুন - ঝাড়খণ্ডের রাস্তায় প্রবল বৃষ্টি, দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস
ওই বাড়ির পাশেই থাকে বৃদ্ধার ছেলের পরিবার। রবিবার সকালে বৃদ্ধার ছেলে বিজয় হাঁসদা ভগ্ন বাড়ির ধ্বংসস্তুপ সরিয়ে বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়। পরে ছাতনা থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।