আমন ধানের মরশুম অথচ বৃষ্টির দেখা নেই বাঁকুড়া-সহ (Bankura) দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ফলে, রাঢ়বঙ্গের জমি রয়ে গিয়েছে অনাবাদী। এই পরিস্থিতিতে বৃষ্টির ঘাটতি মেটাতে জল ছাড়ল মুকুটমনিপুরের (Mukutmanipur) কংসাবতী জলাধার।
গত সোমবার থেকে জলাধারের প্রায় ছ'হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। জলাধার কর্তৃপক্ষ সূত্রে খবর, জলাধারের লেফট ব্যাঙ্ক মেইন ক্যানাল দিয়ে আপাতত ৪৫০০কিউসেক এবং রাইট ব্যাঙ্ক মেইন ক্যানাল দিয়ে ১৬০০ কিউসেক জল ছাড়া হয়েছে। প্রাথমিক ভাবে স্থির হয়েছে আগামী ১০ দিন জল ছাড়া হবে। প্রয়োজন হলে জল ছাড়ার পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - একমাসে সংক্রমণ বাড়ল ১০ হাজার ! ভয় ধরাচ্ছে সাম্প্রতিক ডেঙ্গি পরিসংখ্যান