দেশের স্বাধীনতার সংগ্রামে বাংলার অবদান ভোলার নয়, তারই মধ্যে ব্যারাকপুর শহর হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৮৫৭ এর সিপাহী বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল এই শহরেই। সেই ঐতিহাসিক শহর ব্যারাকপুরে যে স্বাধীনতার ৭৫ বছরের উদযাপন একটু বিশেষ ভাবেই হবে, তা বলার অপেক্ষা রাখে না।
রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে ব্যারাকপুরে স্বাধীনতা দিবসের সকালে একশো ফুট উঁচুতে উত্তোলিত হলো ত্রিশ ফুট বাই কুড়ি ফুটের জাতীয় পতাকা। বিধায়ক রাজ চক্রবর্তীর বিধায়ক তহবিল থেকে প্রায় পনেরো লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছে জাতীয় পতাকা উত্তোলিত স্তম্ভ।
Independence day 2022: ৭৫ পেরনো স্বাধীন ভারতে কতটা স্বাবলম্বী দেশের ফ্যাশন,সাজ-পোশাকে শিকড়ের টান কি বাড়ছে
স্বাধীনতার 75 বছর পর এমন উপহার পেয়ে খুশি ব্যারাকপুরবাসী।