করোনা আবহে গত দেড়মাস বন্ধই ছিল বেলুড় মঠ। অবশেষে খুলল আজ। সকাল ৭টা থেকে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে মঠের ( Belur Math ) দরজা। কোভিড বিধি মেনে ঢুকতে হবে ভক্ত ও সাধারণ দর্শকদের।
তবে সন্ধ্যারতি দর্শন করা যাবে না এখনই। বন্ধ ভোগ বিতরণও। করোনা পরিস্থিতি খতিয়ে দেখে কোভিড বিধি শিথিল করা হবে জানিয়েছে মঠ কর্তৃপক্ষ। করোনা আবহে গত পয়লা জানুয়ারি থেকে বন্ধ ছিল বেলুড় মঠ।
শিবরাত্রির দিন (১লা মার্চ ২০২২) প্রথম-প্রহরের পুজোয় ভক্তরা উপস্থিত থাকতে পারবেন না । এছাড়াও, ৪ঠা মার্চ ২০২২, শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথিতে বেলুড় মঠ ভক্ত ও দর্শনার্থীদের জন্য কেবল নির্দিষ্ট সময়ে খোলা থাকবে : সকাল ৬.৩০‑১১.৩০ ও বিকাল ৩.৩০‑৫.৩০ পর্যন্ত। ঐ দিনের অনুষ্ঠানগুলি এবং বৈকালিক ধর্মসভা ইউ-টিউব -এর মাধ্যমে সম্প্রচারিত হবে।