ভক্ত ও দর্শনার্থীদের জন্য ফের খুলে যাচ্ছে বেলুড় মঠ (Belur Math) । চলতি মাসের ১৫ এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের দিন (Poila Boisakh) থেকে আগের মতোই বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা । বুধবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা দিয়েছে মঠ কর্তৃপক্ষ । ওই নির্দেশিকাতে জানানো হয়েছে, বেলুড় মঠে প্রবেশে জারি সমস্ত কোভিড বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে । নববর্ষের দিন থেকে সকাল সাড়ে ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মঠ । তবে মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক ।
জানা গিয়েছে, মঠের অভ্যন্তরে চারটি মন্দির ছাড়াও পুরানো ঠাকুরঘর, স্বামী বিবেকানন্দের বাসকক্ষ ও পুরানো মঠ (নীলাম্বর মুখার্জীর বাগানবাড়ী) দর্শন করতে পারবেন ভক্তরা । এছাড়াও মন্দিরগুলিতে বসে উপাসনা (জপ, ধ্যান, ইত্যাদি) করতে পারবেন তাঁরা । শ্রীশ্রীমায়ের ঘাটও পুনরায় ব্যবহার করা যাবে । এছাড়া, দীর্ঘ দুই বছর বন্ধ থাকা মঠের রন্ধনশালাও ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ । ওই রন্ধনশালাতে ভোগ তৈরি হবে । সেই ভোগ আগের মতোই ভক্তদের মধ্যে বিতরণ করা হবে । পাশাপাশি, মন্দিরে বসেই সন্ধ্যারতি দেখতে পারবেন ভক্তরা ।
আরও পড়ুন, New Vaccine: করোনার সব প্রজাতি থেকে পাকাপাকি মুক্তি! নতুন ভ্যাকসিন বানালেন ভিয়েনার বিজ্ঞানীরা
৩১ মার্চ রাজ্যে সমস্ত কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার । সরকারি সিদ্ধান্তের পরই পূর্ব নির্ধারিত সময়সূচি মেনেই বেলুড় মঠ খোলার সিদ্ধান্ত নেয় বেলুড় মঠ কর্তৃপক্ষ । তবে, সকল ভক্ত ও দর্শনার্থীদের কাছে মঠ কর্তৃপক্ষের অনুরোধ, প্রত্যেকে সরকারের নির্দেশ অনুযায়ী যেন মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করেন ।
উল্লেখ্য, কোভিডের প্রথম ঢেউয়ের সময় থেকে কখনও আংশিক বা পুরোপুরি বন্ধ রয়েছে বেলুড় মঠ । কোভিড পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলেই সরকারি নির্দেশিকা মেনে খোলা হয়েছিল মঠ । তবে মঠ খুললেও কড়া বিধিনিষেধ মেনে চলত হতো দর্শনার্থীদের । ভোগ বিতরণও বন্ধ ছিল । সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছিল । বর্তমানে সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে । ফের বেলুড় মঠে সারাদিন কাটানোর সুযোগ পাবেন ভক্ত ও দর্শনার্থীরা । মঠ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি তাঁরা ।