করোনা সংক্রমণের সংখ্যা এখন তলানিতে। এরই মধ্যে নতুন বছরে করোনায় প্রথম ম্সাক্ষী থাকল রাজ্য। বেলেঘাটা আইডি হাসপাতালে প্রাণ গেল রাজ্যের এক করোনা রোগীর। এর আগে নভেম্বর এবং ডিসেম্বরে দুজন রোগীর মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ জন।
করোনা পজিটিভ হয়ে ট্যাংরার গিরীশচন্দ্র দাস শ্বাসকষ্ট এবং আরও নানা কোমর্মিডিটি সমেত গত ৫ জানুয়ারি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন। একদিন পর তিনি তিনি করোনা নেগেটিভ হলেও সামগ্রিক স্বাস্থ্যের অবনতি হয়ে মৃত্যু হয় তাঁর।
দিনকয়েক আগেই চিনের অতি সংক্রামক করোনা ভ্যারিয়েন্ট BF.7 আক্রান্তের হদিশ মেলে রাজ্যে। সংক্রমিতদের সংস্পর্শে আসা প্রত্যেককে চিহ্নিত করা হয়। তবে করোনার নয়া স্ট্রেন নিয়ে অযথা দুশ্চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছে স্বাস্থ্য দফতর।