গরুপাচার কাণ্ডে জেল খাটছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সম্প্রতি মেয়ে সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) গ্রেফতার করেছে ইডি (ED)। এই নিয়ে আপত্তি জানালেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু (Biman Basy)। সুকন্যার গ্রেফতারি নিয়ে বিমান জানান, মেয়েকে খারাপ পথে নিয়ে যাওয়ার দায় তো বাবারই।
সোমবার কোন্নগরের বড় বহেরা মাঠে SFI-এর সভায় হাজির হন বিমান বসু। SFI রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, সভাপতি প্রতিকুর রহমানরাও ছিলেন। সুকন্যাকে নিয়ে মুখ খোলেন বিমান বসু। তিনি বলেন, "বর্তমান প্রজন্মকে কলুষিত করার জন্য যারা আছেন, আমি তাঁদের বিরুদ্ধে। আমি অনুব্রত মণ্ডলের বিরদ্ধে। তিনি হয়তো কয়লাপাচার, গরুপাচারে হাত পাকিয়েছিলেন। কিন্তু তাঁর মেয়ে তো করেননি।"
আরও পড়ুন: কখনও ১৫, কখনও ২০ মিনিট দেরি, সময়ে আসছে না মেট্রো, যাত্রীদের একাংশের মধ্যে বাড়ছে ক্ষোভ
সোমবার অনুব্রত মণ্ডলও সুকন্যাকে গ্রেফতারি নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, "এটা কি সিবিআইয়ের বাহাদুরি হল!" বিমান বসু বলেন,"যাঁরা রাজনীতি করেন, তাঁদের কাজ কি খারাপ জিনিস শেখানো! সুকন্যাকে যখন জিজ্ঞাসা করা হত, তখন তিনি বলতে তাঁর বাবা জানেন। বোধ হয় সবটা মিথ্যা নয়। কিছু জিনিস হয়তো উনি জানতেন। সব জিনিস জানতেন, এমনটা নাও হতে পারে।"