করোনা(Corona) পরিস্থিতিতে বন্ধ হয়ে গেল বিষ্ণুপুরের(Bishnupur) পোড়ামাটির হাট । প্রত্যেক শনি ও রবিবার জোড়া শ্রেণির মন্দির চত্বরে হস্তশিল্পের সামগ্রীর পসরা সাজিয়ে বসতেন বিক্রেতারা । কিন্তু, করোনা পরিস্থিতিতে সবকিছুই বন্ধ হয়ে গেল ।
বাঁকুড়া (Bankura)জেলার হস্তশিল্প, সংস্কৃতিকে পর্যটকদের সামনে তুলে ধরতে বিষ্ণুপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে বেশ কয়েকবছর ধরেই বসছে পোড়ামাটির হাট । হস্তশিল্পের সামগ্রীর ও সংস্কৃতির মেলবন্ধন এই হাট খুব কম সময়েই পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে । প্রচুর পর্যটক ভিড় করতেন এই হাটে । করোনা পরিস্থিতিতে সব বন্ধ হয়ে যাওয়ায় এখন সেই হাটে নেই কোনও পর্যটক, নেই কোনও বিক্রেতা । খাঁ খাঁ করছে গোটা চত্বর ।
আরও পড়ুন, Gangasagar mela: বাড়ছে কোভিড, রক্তচাপ বাড়িয়ে সোমবার থেকে শুরু গঙ্গাসাগর মেলা
হাট বন্ধ হয়ে যাওয়ায় অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে চলেছে বিষ্ণুপুরের হস্তশিল্প । প্রভাব পড়বে পর্যটন শিল্পেও । ফের ক্ষতির সম্মুখীন হবেন ব্যবসায়ীরা ।