বীরভূমের বগটুই (Bogtui Case) থেকে নদীয়ার হাঁসখালি (Hanskhali Rape Case)। খুন, গণহত্যা, গণধর্ষণ কাণ্ডে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। রাজ্যের প্রত্যেক জায়গায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠায় তৃণমূল ও বিজেপি। সোমবার মালদার কালিয়াচকে (Maldah Bomb Blast) বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় পাঁচ শিশু। এই ঘটনায় রাজ্য সরকারকে খোঁচা রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্যের (Amit Malviya)। শাসক দল তৃণমূলকে (TMC) টুইট করে কটাক্ষ করেছেন তিনি। জানান, এই ঘটনায় তৃণমূলেরই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠানো উচিত। পাল্টা জবাব তৃণমূল কংগ্রেসের।
রবিবার বিকেলে মালদহের কালিয়াচক থানার গোপালনগরের বাসিন্দা নিখিল সাহার বাড়ির পিছনে একটি বাগানে খেলছিল পাঁচ শিশু। সেখানে জঙ্গলের মধ্যে একটি ব্যাগে বোমা মজুত করা ছিল। বল ভেবে তা নিয়ে খেলতে শুরু করে শিশুরা। তারপরই বোমা বিস্ফোরণে জখম হয় পাঁচ শিশু। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাদের। তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক। এই নিয়েই কটাক্ষ করেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য। তিনি টুইটে লেখেন, "কীভাবে মালদার কালিয়াচকে পাঁচ শিশু খেলতে জখম হল। তা নিয়ে এবার রাজ্য সরকারের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠানো উচিত। পশ্চিমবঙ্গের করুণ পরিণতির কথা ভাবুন। এভাবে চলতে দেওয়া যায় না।"
আরও পড়ুন: 'রাজ্যে ক্ষমতায় আসার যোগ্য হয়ে ওঠেনি বিজেপি', দাবি সুকান্তর
অমিত মালব্যের এই টুইটকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি জানান, বিজেপি শাসিত রাজ্যগুলির হাল-হকিকতের দিকে নজর দেওয়া উচিত অমিত মালব্যের। তারপর মালদার কালিয়াচক নিয়ে টুইট করবেন।