রবিবারের পুরভোটকে (West Bengal Municipal Election) 'লুঠ' অ্যাখ্যা দিয়ে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে পুনরায় নির্বাচনের দাবি জানাল বিজেপি (BJP)। 'নিরপেক্ষ পর্যবেক্ষক' দিয়ে নির্বাচন করার ব্যাপারেও জোরালো দাবি (BJP asks for re-poll) তুলল ভারতীয় জনতা পার্টি। 'পশ্চিমবঙ্গ ক্যাডারের অফিসারদের পর্যবেক্ষক হিসাবে রাখা যাবে না' বলেও দাবি তোলা হয় বিজেপির (West Bengal BJP) পক্ষ থেকে।
আরও পড়ুন: ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টে চিন্নাস্বামীর ৫০ শতাংশ দর্শকাসনের টিকিট বিক্রির ঘোষণা
রবিবারের পুরসভা ভোটের পর সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পলকে পাশে নিয়ে বিজেপি নেতা শিশির বাজোরিয়া (Shishir Bajoria) বলেন, "নতুনভাবে পুনরায় নির্বাচন করতে হবে কেন্দ্রীয় বাহিনীর (BJP demands re-poll under central forces) নজরদারিতে নিরপেক্ষ পর্যবেক্ষক দিয়ে। কালকে স্ক্রুটিনি হবে। আমরা কোনও একটা বা দুটো বুথে নয়। সমস্ত বুথেই পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি"।
প্রসঙ্গত, পুরভোটে (West Bengal Municipal Election) একের পর এক অশান্তির খবর আসার পর তা নিয়ে আলোচনার জন্য সোমবার সকাল ১০'টায় রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।