পুরভোট শুরু হতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত সংঘর্ষ-অশান্তির খবর আসতে শুরু করেছে। বারাসাতের(Barasat Municipality) ২১ নং ওয়ার্ডের ১৭৮ নং বুথে দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল (TMC) এবং বিজেপির(BJP) বিরুদ্ধে।
সিপিআইএম প্রার্থীর(CPIM) অভিযোগ, তৃণমূলের(TMC) হয়ে কাজ করছে বিজেপির(BJP) পোলিং এজেন্ট। বয়স্ক, অশীতিপর ভোটারদের তৃণমূলে ভোট দেওয়ানোর অভিযোগ উঠল বিজেপির পোলিং এজেন্টের বিরুদ্ধে। যদিও তা অস্বীকার করেছে বিজেপির ওই পোলিং এজেন্ট।
আরও পড়ুন- West Bengal Municipal Election: বুথের বাইরে বোমা পড়ল জঙ্গিপুরে! তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের
জানা গেছে, ২১ নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী চন্দ্রনাথ মল্লিক এই ঘটনা হাতেনাতে ধরে ফেলার পর উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলেই তৃণমূলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বাম কর্মী সমর্থকরা। অন্যদিকে ওই বৃদ্ধের অভিযোগ, তাঁকে দিয়ে জোর করে তৃণমূলে ভোট দেওয়া হয়েছে। যদি এই ঘটনা অস্বীকার করেছে তৃণমূল-বিজেপি উভয়পক্ষই।