কথা ছিল পথে নেমে প্রতিবাদের। কিন্তু তা তেমন ফলপ্রসূ না হলেও ছড়ায় ছড়ায় ছয়লাপ হল কলেজ স্ট্রিট (BJP agitation in College street)। বাংলার রাজনীতিতে একসময়ের ব্রহ্মাস্ত্র ছড়াকে ফিরিয়ে দিল বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি।
সকাল থেকেই কলেজ স্ট্রিট চত্বরে জড়ো হন বিজেপির নেতা-কর্মীরা। হাতে ধরা চোখা চোখা শব্দের ছড়া। কোনও প্ল্যাকার্ডে বিদ্ধ হয়েছে পার্থ-অর্পিতা, আবার কোনওটায় দুর্নীতি ইস্যুতে সমগ্র তৃণমূল। ছবি বলছে, বেশকিছু প্ল্যাকার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'চোরের রানী' বলেও কটাক্ষ করা হয়েছে।
আরও পড়ুন- BJP Police Clash : এমজি রোডে পুলিশের গাড়িতে আগুন, দফায় দফায় ইটবৃষ্টি, আক্রান্ত মীনাদেবী পুরোহিত
বাদ যাননি তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দিন আগে অমিত শাহকে দেশের সবচেয়ে বড় পাপ্পু বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর সেই কথাকে টিশার্টে ব্র্যান্ডিং করেছিল তৃণমূলের যুববাহিনী। এদিন দেখা গেল কলেজ স্ট্রিটের রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো টিশার্ট গায়ে পৌঁছেছেন বিজেপির কর্মীরা। আর তাতে লেখা—World’s Biggest Pappu।