আদিবাসীদের নাচ। আর নিজেই হাতে তুলে বাজালেন মাদল। অন্য মেজাজে ধরা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর জেলায় তপন বিধানসভায় করম পুজো অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
বোল্লা এলাকার টাকশালে এই পুজোয় আদিবাসীদের সঙ্গে সময় কাটালেন সুকান্ত মজুমদার। ছিলেন বিজেপির দক্ষিণ দিনাজপুরের জেলার সভাপতি স্বরূপ চৌধুরী ও সাধারণ সম্পাদক গৌতম রায়।
আরও পড়ুন: ব্যক্তিগত আক্রোশের জেরেই স্কুলে বোমা বিস্ফোরণ, জানালেন পুলিশ কমিশনার রাজোরিয়া
শনিবার স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখে টিটাগড়ে স্কুলে বিস্ফোরণ কাণ্ডে NIA তদন্তের আবেদন করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সেই সুরেই গলা মেলালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, "বাংলার স্কুলেও বোমাবাজি হচ্ছে। মুখ্যমন্ত্রীর এগিয়ে বাংলা স্লোগান অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে।"