ভোট পরবর্তী হিংসার ঘটনায় উত্তপ্ত বাঁকুড়ার কোতুলপুর। BJP কর্মী ও সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ধর্ষণেরও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে কোতুলপুর ব্লকের কোয়ালপাড়ার বেড়ারপার এলাকাতে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
রাজ্যজুড়ে লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। আর তারপর বিজয় মিছিল করেছিল স্থানীয় নেতা, কর্মী এবং সমর্থকরা। অভিযোগ এরপরেই স্থানীয় BJP-র কর্মীদের বাড়ির সামনে বোমাবাজি করা হয়। তার প্রতিবাদ করলে, BJP-র মহিলা কর্মীদের মারধর করা হয়। এবং ধর্ষণেরও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
Read More- 'পশ্চিমবঙ্গের সংগঠন শুয়ে পড়েছে', দলের বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ
শুধু হুমকি দেওয়া নয়, এক BJP-সমর্থকের হাত কেটে নেওয়া হয়। এবং একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় দায় TMC-র উপর চাপিয়েছেন BJP-র কোতুলপুর মণ্ডলের সভাপতি কেশবী নাগ। মারের বদলে পালটা মারেরও হুমকি দিয়েছেন তিনি।
যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, মারধরের ঘটনার সঙ্গে শাসক দলের কেউ জড়িত নয়। যা অভিযোগ করা হচ্ছে তা সব মিথ্যা।