সোমবার সারা দেশের পাশাপাশি কলকাতাতেও(Kolkata) প্রবীণ নাগরিক এবং করোনা যোদ্ধাদের জন্য চালু হল বুস্টার ডোজ(Booster dose)। দক্ষিণ কলকাতার চেতলার(Chetla) মেয়রস্ ক্লিনিকে সকাল থেকেই ভিড় জমান প্রবীণরা।
টিকার অপ্রতুলতার কথা স্বীকার করে নিয়েও ফিরহাদ হাকিমের(Firhad Hakim) দাবি, সাধারণ মানুষের পাশে তাঁরা সর্বদা রয়েছেন। সর্বশক্তি দিয়ে করোনা(Coronavirus) মোকাবিলার কাজ চালাচ্ছে প্রশাসন।
শুধু কলকাতাতেই(Kolkata) নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেল এক ছবি। হাওড়া জেলা হাসপাতালে(Howrah District Hospital) সকাল থেকে লাইন পড়ে রোগীদের। বুস্টার ডোজের(Booster Dose) পাশাপাশি চলে টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ।
দক্ষিণ দিনাজপুরে(South Dinajpur) সকাল থেকে প্রায় ২০০ জনকে বুস্টার ডোজ দেওয়া হয় বালুরঘাট হাসপাতালে(Balurghat Hospital)। পাশাপাশি দিনটিকে কোভিড(Covid-19) সতর্কতামূলক দিন হিসেবে পালন করা হয় গোটা জেলায়।
জলপাইগুড়িতেও(Jalpaiguri) সোমবার বুস্টার ডোজ(Booster Dose) দেওয়ার কাজ চলে। কোভিড যোদ্ধাদের(Covid Warrior) পাশাপাশি বয়স্ক নাগরিক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীদেরও বুস্টার ডোজ দেওয়া হয়েছে বলে জানা গেছে।