নিয়োগ দুরনিতিতে রাজ্যের শাসক দলের একের পর এক নেতার নাম উঠে আসছে, এই পরিস্থিতিতে বিরাট ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। আগামী মে মাসের মধ্যেই প্রাথমিকে প্রায় ১২ হাজার শিক্ষক নিয়োগ হবে বলে ঘোষণা মন্ত্রীর। এপ্রিল-মে মাসের মধ্যে স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।
গত অক্টোবরে প্রাথমিকে প্রায় ১১,৭৬৫টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। আগামী মে মাসের মধ্যেই তা সম্পন্ন হবে বলা জানালেন শিক্ষামন্ত্রী।
Indubala vaater Hotel: 'ইন্দুবালা'র সঙ্গীত পরিচালককে মিটু-তে ফাঁসানোর হুমকি, দীর্ঘ পোস্ট শিল্পীর
এছাড়া প্রধান শিক্ষক, উচ্চপ্রাথমিক, নবম-দশম, একাদশ-দ্বাদশ মিলিয়ে আরও ২২ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের ঘোষণা আগেই করেছিলেন শিক্ষামন্ত্রী। নিয়োগ বিধিতে রদবদল করার কথাও জানিয়েছিলেন। বুধবার শিক্ষামন্ত্রী জানালেন, প্রয়োজনীয় সংশোধন করে নিয়োগ বিধির খসড়া প্রস্তুত হয়ে গিয়েছে। শীঘ্রই মন্ত্রিসভার অনুমোদনের জন্য পেশ করা হবে তা।