২০১৪-এর টেট (TET 2014) উত্তীর্ণদের নম্বরের তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতের নির্দেশে উত্তীর্ণদের নম্বরের ব্রেক আপ প্রকাশ করা হয়েছে সোমবার।
২০১৪ সালের বিজ্ঞপ্তির টেটে প্যানেলভুক্তদের ২০১৬ ও ২০২০ সালে নিয়োগ হয়েছিল, যার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে, আদালতে মামলা পর্যন্ত হয়। মামলাকারীদের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল ২০১৪ সালে যাঁরা টেট পাশ করেছেন, তাঁরা লিখিত, মৌখিক পরীক্ষায় কত পেয়েছেন, স্পষ্ট উল্লেখ করে তালিকা প্রকাশ করতে হবে। সেইমতোই তালিকা প্রকাশ করা হল।
Ranveer Singh: 'সার্কাস'-এর রনভির যেন ভ্রান্তিবিলাসের উত্তম, প্রকাশ্যে এল টিজার
৪২ হাজার ৯৪৯ জনের প্রাপ্ত নম্বরের ব্রেক আপ স্কোরে রয়েছে টেটের স্কোর, মাধ্যমিকের স্কোর, উচ্চমাধ্যমিকের স্কোর, ট্রেনিং স্কোর, ভাইভার নম্বর, অ্যাপ্টিটিউড টেস্টের নম্বর। ১২৮১ পাতার একটি পিডিএফ ফাইল প্রকাশ করা হয়েছে।