বছর শেষ হতে চলল। হাতে মাত্র কয়েকটা দিন। আর তার পরেই নতুন বছর ২০২৩ (Calendar 2023)। আর নতুন বছর মানেই নতুন ক্যালেন্ডার। আর নতুন ক্যলেন্ডার হাতে পাওয়া মানেই এক ঝলকে দেখে নেওয়া উৎসব-পার্বনে কবে কবে ছুটি রয়েছে।
সোমবার প্রকাশ পেয়েছে রাজ্য সরকার (West Bengal Government Calendar 2023)-এর ক্যালেন্ডার। এই নতুন ক্যালেন্ডার হাতে পেতেই দেখা যাচ্ছে বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারিতে রবিবার বাদে আরও চারটি ছুটি রয়েছে।
আরও পড়ুন- শিলং-এর রাস্তায় ঢোল বাজালেন মমতা, সীমান্ত সংঘর্ষে নিহতদের পরিবারকে অর্থ সাহায্য বাংলার
আর বাকি কোন মাসে কয়টি রাজ্য সরকারের ছুটি আছে দেখে নিন এক নজরে।
ফেব্রুয়ারি- ২ দিন
মার্চ- ২ দিন
এপ্রিল- ৬ দিন
মে- ৩ দিন
জুন- ২ দিন
জুলাই- ১ দিন
অগাস্ট- ২ দিন
সেপ্টেম্বর- ২ দিন
অক্টোবর (দুর্গাপুজো)- ১১ দিন
নভেম্বর- ৬ দিন
ডিসেম্বর- ১ দিন