সিবিআই অফিসার সেজে দিব্যি চলছিল প্রতারণা। অভিযোগ পেতেই তৎপর হয় সিবিআই। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ইছাপুর থেকে সম্রাট রায় নামক এক যুবককে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উদ্ধার হয় নকল আই কার্ড, নকল স্ট্যাম্প সহ একাধিক ভুয়ো নথি। শুক্রবার তাঁকে তোলা হয় আদালতে।
জানা গিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিবিআইয়ের এক প্রতিনিধি দল বিশেষ অভিযান চালিয়ে ইছাপুরের বাড়ি থেকে গ্রেফতার করে সম্রাটকে। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে একাধিক ভুয়ো নথি উদ্ধার হয়েছে বলেও দাবি সিবিআইয়ের। এছাড়াও উদ্ধার হয়েছে নকল আই কার্ড, পে স্লিপ, নকল স্ট্যাম্প সহ একাধিক নথি।
আরও পড়ুন- Tapas Chatterjee: তৃণমূলের বিজয়া সম্মিলনীতে ব্রাত্য দলেরই বিধায়ক! ক্ষুব্ধ তাপস চট্টোপাধ্যায়
অভিযোগ, পশ্চিমবঙ্গ সহ আসামে সিবিআই অফিসার পরিচয় দিয়ে একাধিক ব্যক্তিকে প্রতারণা করে এই সম্রাট। পরবর্তীতে আসামের সিবিআই দফতরে অভিযোগ জানান এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে ইছাপুরের বাড়ি থেকে হাতেনাতে পাকড়াও করা হয় এই অভিযুক্তকে।