কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে প্রাথমিকে নিয়োগের বিষয়ে নতুন মামলা রুজু করল সিবিআই (CBI) । প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড-হক বা অস্থায়ী কমিটির সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য এই নতুন মামলাটি করা হয়েছে সিবিআই-এর তরফে । উল্লেখ্য, প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত বিষয়ে দিন কয়েক আগে হাইকোর্টের নির্দেশে এফআইআর দায়ের করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সেইসময় আদালত নির্দেশ দেয়, মামলা রুজু করে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড-হক বা অস্থায়ী কমিটির সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে হবে। সেই নির্দেশ মেনেই এদিন আলিপুরের বিশেষ আদালতে নতুন মামলাটি করা হয়েছে ।
জানা গিয়েছে, ২০২০ সালে নিয়োগ প্রক্রিয়ায় ১৬,৫০০ টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগে অনিয়ম হয় বলে অভিযোগ ওঠে । হাইকোর্টে এই সংক্রান্ত রিপোর্টও জমা পড়ে । জানা গিয়েছে, পর্ষদের অ্যাড-হক কমিটি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব দিয়েছিল একটি বেসরকারি সংস্থাকে । কিন্তু, মূল্যায়নের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে গোপনীয়তা রক্ষা করা হয়নি বলে অভিযোগ উঠেছে । পর্ষদের একাধিক গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব কী ভাবে বেসরকারি সংস্থাটিকে দেওয়া হলো, তা খতিয়ে দেখবে সিবিআই ।
আরও পড়ুন, Maheshtala Blast : মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত অন্তত ৩
সিবিআই যে এফআইআর দায়ের করে, তাতে নামোল্লেখ না করে প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকদের অভিযুক্ত করা হয়েছে । পাশাপাশি এফআইআর-এ উল্লেখ রাখা হয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের । তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য-বিকৃতি, অপরাধের জন্য সরকারি নথি জাল-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে ।