ফের অনুব্রত-গড় বীরভূমে হানা দিল সিবিআই। বুধবার ফের শিবশম্ভু রাইস মিলে যান তদন্তকারীরা। সেই সঙ্গে নানুরের অতিরিক্ত জেলা সাব রেজিস্ট্রারের অফিস থেকেও এলাকার বেশ কিছু জমির তথ্য চেয়ে পাঠানো হয়।
বুধবারই গরু পাচার মামলায় অনুব্রত-কন্যাকে নোটিশ ধরালো সিবিআই। আগামী সোমবারের মধ্যেই তাঁর কোম্পানির যাবতীয় নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোম্পানির যুগ্ম ডিরেক্টর বিদ্যুৎবরণ গায়েনকেও তলব করেছে সিবিআই। নথিসহ তাঁদের দেখা করতে বলা হয়েছে রতনকুঠির অফিসে।
গরুপাচার মামলায় তদন্ত শুরু হতেই অনুব্রতর স্কুল শিক্ষিকা মেয়ের নামে একাধিক ব্যবসার হদিশ পান তদন্তকারীরা। সুকন্যার কোম্পানি এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডকে ১৬০ ধারায় নোটিশ ধরায় সিবিআই। সেখানে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে যুগ্ম ডিরেক্টর সুকন্যা এবং বিদ্যুৎকে।