পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। সেপ্রসঙ্গে এবার আদালত কক্ষে বুর্জ খালিফার প্রসঙ্গ টানলেন সিবিআই-এর আইনজীবী। এর আগেই অবশ্য প্রাথমিক টেট দুর্নীতি প্রসঙ্গে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের তুলনা করেছিলেন তিনি।
বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন পুরসভা নিয়োগ দুর্নীতি প্রসঙ্গও তোলেন বিচারপতি। তার পরিপ্রেক্ষিতে পুর নিয়োগ দুর্নীতিকে বুর্জ খালিফার সঙ্গে তুলনা করেন CBI এর আইনজীবী।
Read More- পেট্রল পাম্পে তেল ভরাতে এসে মহিলা কর্মীকে লক্ষ্য করে 'গুলি', চাঞ্চল্য আসানসোলে
বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি তদন্ত রিপোর্ট জমা দেয় সিবিআই। সেসময় সিবিআই-এর আইনজীবী বলেন, নিয়োগ দুর্নীতির বিস্তৃতি যেন আমেরিকার টুইন টাওয়ারের মতো। একটি স্তম্ভ স্কুল সার্ভিস কমিশনের এবং অন্যটি প্রাথমিক শিক্ষা পর্ষদের।
বৃহস্পতিবার মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে শুনানি ছিল। গত সপ্তাহেই সেবিষয়ে একটি রিপোর্ট তলব করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেসময়ই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের তুলনা করেন সিবিআই এর আইনজীবী।