পাঁচ মাস পর কেন্দ্রের থেকে সর্বশিক্ষা অভিযানের বকেয়া টাকা পেল রাজ্য সরকার। ৯৫৫ কোটি টাকা পেল রাজ্য। সর্বশিক্ষা অভিযানের টাকা পেলেও ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের সঙ্গে টানাপোড়েন চলছে। এদিকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আশ্বাস দিলেন রাজ্যে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শনিবার বিধানসভায় ডিএ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি জানান, মুখ্যমন্ত্রী সঠিক সময় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দেবেন।
নবান্ন সূত্রে খবর, ১০০ দিনের কাজের টাকা না পেলে জেলায় জেলায় শাসক দলের উপর ক্ষোভ তৈরি হতে পারে। যার প্রভাব পড়বে পঞ্চায়েত নির্বাচনে। তাই কিছুদিনের মধ্যেই কেন্দ্রের পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে পারেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।
আরও পড়ুন: ভরদুপুরে ভয়াবহ কাণ্ড বেহালায়, সাতজনকে কাটারির কোপ স্থানীয় দোকানির
ডিএ নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে একাধিক ক্ষোভ তৈরি হয়েছে। শনিবার বিধানসভায় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, "মুখ্যমন্ত্রী সঠিক সময় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দেবেন। মমতা চান, সরকারি কর্মীরা ভাতা পান। তবে মুখ্যমন্ত্রীকে সাধারণ মানুষের কথাও ভাবতে হয়। রাজ্যে গরিব মানুষের কথা মাথায় রেখে বেশ কিছু প্রকল্প তৈরি হয়েছে। তার কথাও ভাবতে হচ্ছে।"