২০২৪ সালের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হল। তার মধ্যে রয়েছেন বাংলার চারজন শিল্পী। ওই তালিকায় রয়েছেন পুরুলিয়ার উপজাতিভুক্ত পরিবেশবিদ দুখু মাঝি, বীরভূমের ভাদু সঙ্গীতশিল্পী রতন কাহার, কুমোরটুলির মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল এবং মরনোত্তর পুরস্কার পাচ্ছেন ছৌ মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর।
এবছর মোট ৩৪ জন পদশ্রী সম্মান পেয়েছেন। তালিকায় রয়েছেন দেশের প্রথম মহিলা মাহুত পার্বতী বড়ুয়ার নাম। এছাড়াও ছত্তিশগড়ের আদিবাসী উন্নয়নকর্মী জগেশ্বর যাদবও পদশ্রী সম্মান পাচ্ছেন।