চুঁচুড়ার সোমনাথ বাগ। তাঁর অনুপ্রেরণা সত্যজিৎ রায়ের ছবি। বাস্তবধর্মী ছবি বানানোই তাঁর স্বপ্ন। এবার ৫৩ তম গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছেন এই নবীন পরিচালক। ছোটবেলা কেটেছে তাঁর গ্রামেই। সেই গ্রাম্য জীবনের উপরেই শর্ট ফিল্ম বানিয়েছিলেন তিনি। চন্দননগর চলচ্চিত্র উৎসবে তার ছবির অভিনেতা সেরার পুরস্কার জেতে সেই থেকেই শুরু কেরিয়ার।
এ বছর গোয়া চলচ্চিত্র উৎসবে বিভিন্ন ছবি দেখানোর পাশাপাশি, গোটা দেশের বিভিন্ন রাজ্য থেকে ৭৪ জন উদিয়মান কলাকুশলীকে বেছে নেওয়া হয়। পনের জন করে পাঁচটি গ্রুপে ভাগ করে ৫৩ ঘন্টা সময় দেওয়া হয় ছবি তৈরির জন্য। পার্পেল গ্রুপের পরিচালক ছিলেন সোমনাথ। তাঁর তৈরি ১০ মিনিটের ছবি 'ডিয়ার ডায়েরি' আগমী সময় দেশে মেয়েদের অবস্থান নিয়ে তৈরি।
এই ছবি প্রথম পুরস্কার ছিনিয়ে নেয়। বিখ্যাত পরিচালক মনি রত্নম বিজয়ী গ্রুপের হাতে দু লাখ পঁচিশ হাজার টাকার চেক তুলে দেন। স্বপ্নপূরণ সোমনাথের। অভাবেই কেটেছে তাঁর ছেলেবেলা। সোমনাথের মা পরের বাড়িতে রান্নার কাজ করেন। বাবা নেই। গোয়ায় যাওয়ার টাকাও তাকে দিয়েছে পাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন। ছোট থেকেই লড়াই দেখছে সে, পরবর্তীতে জীবনের কঠিন বাস্তবকেই সে ফুটিয়ে তুলতে চান সিনেমায়।