প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও দিঘার সমুদ্রে (Digha Sea Beach) নেমে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক পর্যটক (Digha Tourist)। রবিবার সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে তলিয়ে যান ওই যুবক। পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দা, নুলিয়া ও পরে সিভিল ডিফেন্সের সাহায্যে উদ্ধার করা হয় ওই যুবককে। দিঘা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে ওই যুবকের।
জানা গিয়েছে, ওই যুবকের নাম শুভ্রপ্রসাদ মণ্ডল। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। শনিবার বন্ধুদের সঙ্গে দিঘা ঘুরতে আসেন তিনি। কয়েকদিন ধরে গভীর নিম্নচাপ ও ভরা কোটালের জোড়া ফলায় সমুদ্রের জল ফুলে ও ফেঁপে ওঠে। দিঘার সমুদ্রপাড়ে মোতায়েন ছিল কোস্টাল পুলিশ। তারই মাঝে নজর এড়িয়ে রবিবার সকালে সমুদ্র নেমে পড়েন যুবক। ঘটনার খবর পেয়ে দিঘা থানার ওসি বুদ্ধদেব মাল ও মোহনা থানার ওসি অমিত দেব হাসপাতালে যান।
আরও পড়ুন: দিঘায় একটানা প্রবল বৃষ্টি, ছুটি কাটাতে এসে একপ্রকার হোটেলবন্দী পর্যটকরা
আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশা উপকূলে নিম্নচাপ আরও শক্তিশালী হয়েছে। দিঘার সমুদ্র সৈকতে তার প্রভাব পড়ছে। রবিবার সকাল থেকে লাগাতার বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।